Pages

Saturday, December 24, 2011

দোয়েল বেসিক এর রিভিউ আপডেটেড
















সাবস্কোরঃ
প্রসেসর ২.২
হার্ডডিস্ক ড্রাইভ ৫.৫
গ্রাফিক্স ৩.০
গেমিং গ্রাফিক্স ৩.০
র‍্যাম ৪.৫


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। খ্রীস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের প্রাণঢালা শুভেচ্ছা, শুভ বড়দিন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি  অনিরুদ্ধ অধিকারীকে। কেননা তার টিউনটি আমাকে দোয়েল কেনার ব্যাপারে আগ্রহী করেছে। তাই তাকে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত বৃহস্পতিবার আমিও নিয়ে আসলাম দোয়েল বেসিক ০৭০৩। আমি আমার ব্যাক্তি গত এক্সপেরিয়েন্স শেয়ার করছি। যারা দোয়েল নেটবুক কেনার ব্যাপারে ভাবছ তাদের বলছি, দোয়েল বেসিক ০৭০৩ মডেলটি কিনলে টাকা মাটি হবে না। দাম ১৩৮০০/-(ব্ল্যাক)[আনএভিলেবল]; ১৪১০০/- (মেরুন/সিলভার)[এভিলেবল]:ইন্টেল এ্যাটম এন৪৫৫@ ১.৬৬গিহা. ৫১২কেবি ক্যাশ, ১ গিবা ডিডিআর৩ @ ৬৬৭মেহা. fsb, ২৫০ গিবা.@৫৪০০rpm, ১.৩মেগা পিক্সেল ওয়েব ক্যাম (স্টিল ফটো ১.৩ মেগা পিক্সেল, ভিডিও ৬৪০x৪৮০(ভিজিএ); ব্লুটুথ(ভার্শন জানতে পারিনি); ওয়াই ফাই কমতি একটাই ব্যাটারী ৩ সেল @২২০০mAh(ব্যাকআপ মাত্র ১ঘন্টা ৩৫ মিনিট) ওয়ারেন্টি ৬মাস। তবে দাম হিসেবে চরম জিনিস, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কোন অংশে খারাপ নয়। (উইন্ডোজ ৮ ৬৪বিট চালিয়ে দেখেছি(গতি কম কেননা মিনিমাম মেমরি রিকোয়ারমেন্ট ২ গিবা র‍্যাম), উইন্ডোজ ৭ ৩২ বিট অনেক ভাল চলে)
উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইন্ডেক্স উইন্ডোজ ৭ ৩২বিট এ টোটাল স্কোর ২.২
নিচের স্ক্রীনসট গুলোতেসিস্টেম এর ডিটেইল তথ্য দেয়া হলঃ
ইন্টেল ৩১৫০ জিএমএ ২৫৬মেগা বিল্টইন মেমরি। ২ডি গেম চালাতে কোন সমস্যা করে না। আমি ৩ডি গেমের মধ্যে ক্রিকেট রেভুলিউশন ২০১০ চালিয়ে দেখেছি। গেম স্টার্ট হতে প্রায় ১ মিনিটের মত সময় লেগেছে (আমার ক্ষেত্রে) । ফ্রেম রেট ভাল না। তাই ৩ডি গেম না খেলাই শ্রেয়। উইন্ডোজ ৭ ৩২বিট এ বিভিন্ন সফট্‌ওয়্যার চালিয়ে দেখেছি। কিন্তু প্রতিক্ষেত্রেই সফট্‌ওয়্যার রান করতে কিছুটা সময় লাগছে তবে অধৈর্য্য হওয়ার মত সময় নেয় না। কমদামে কিনতে চাইলে এর চেয়ে ভাল হবে না বলেই আশা করি।
কিনতে চাইলে চলে যাবেন টঙ্গিতে (টেশিস) কোন বাড়তি টাকা লাগবে না। সেখানকার কর্মচারী/কর্মকর্তাদের ব্যবহারে আমি নিজে অবাক হয়েছি। মনে হয়নি যে তারা সরকারী চাকুরে। এত ভাল ব্যবহার করে যে আমি নিজেই অবাক যে এরা বাংলাদেশি বিক্রেতা'ত?  আজ এ পর্যন্তই  একটা ভিডিও দিয়ে দিলাম ক্রিকেট রেভুলিউশন ২০১০ খেলার সময়কার। ভিডিওটি এখানে।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আর হ্যা অনিরুদ্ধ অধিকারী'র সুন্দর টিউনটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন, দেখতে এখানে ক্লিক করুন এখানে সচিত্র বর্ণনা পাবেন। আল্লাহ হাফেজ।

!!নিজস্ব সাইট ছাড়াই Adsense দ্বারা মোটা অঙ্কের টাকা আয় করার Awsome সুযোগ!!

নিশ্চয় এতদিন জানতেন Adsense For Contant কেবল মাত্র আপনার নিজস্ব সাইট ছাড়া ব্যবহার করা সম্ভব নয়, তাই না?? কিন্তু আজ আপনাদের আমি একটি মজার জিনিস দেখাতে যাচ্ছি যা দ্বারা আপনারা আপনাদের নিজস্ব সাইট ছাড়াও একটু বুদ্ধি খাটিয়ে এডসেন্স দিয়ে ভাল লাভ করতে পারবেন। তো আসুন দেখে নেয়া যাক।
-- প্রথমত আপনাদের মূল বিষয়টা খুলে বলি: "আমি এমন একটি সাইটের কথা বলছি যা থেকে অনেকপ্রকারের ফ্রি সফ্টওয়্যার ডাউনলোড করা যায়। আপনি ফ্রিতে রেজিষ্ট্রশান করার সময় তারা আপনার এডসেন্স পাবলিশার আইডি যেমন: pub-9873992212481234 চাবে। রেজিষ্ট্রেশানের পর তারা আপনাকে কিছু রেফার কোড দিবে। এখন আপনার কাজ হচ্ছে কেবল মাত্র এই সকল কোড দ্বারা মানুষকে রেফারিং করা যেমন ধরুন নিচের লিংকটা
Free Download 50000+ Freeware Shareware NOW.
এখন আপনারা যদি উপরের লিংক এ ক্লিক করেন তবে যে সাইটে প্রবেশ করবেন সেখানের ৯০% Ads by google আমার একাউন্ট থেকে দেখতে পাবেন। এই সকল এডের যেকোনোটায় ক্লিক করলেই আমার নিকট টাকা আসবে(Adsense Account এ)।" কি দারুন না?
আরও একটি মজার কথা আছে। যদি আপনার রেফারিং এ কেউ রেজিষ্টার হয় তবে তারা ৯০% এড পাওয়ার পরও আপনি পাবেন বাকি ১০% এড(রেফার না হয়ে Direct হলে বাকি ১০% সাইটের মালিক পায়)। ওয়াও দারুন না? অন্যরা রেফারিং করলেও আপনার লাভ। তো আর দেরী কিসের? এখনই প্রবেশ করুন এবং নিজস্ব সাইট ছাড়াও Adsense দিয়ে টাকা আয় করুন।
একটু সহায়তা: যদি আপনি এডসেন্সে নতুন হন তবে হয়ত পাবলিশার আইডি খুজে বের করতে কষ্ট হবে। তাই বলে দিচ্ছি। প্রথমে adsense.google.com এ প্রবেশ করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার ডান পাশের উপরের দিকে লক্ষ করুন। না পেলে নিচের ছবিটির সাহায্য নিন।

রেজিষ্ট্রেশানের পর ভেরিফিকেশান হবে(ইমেইল এড্রেস) তারপর আপনাকে রেফারিং কোড পাওয়ার জন্য লগইন করে Get Links এ ক্লিক করতে হবে।

--আমিও এই সাইটটাতে নতুন তাই কোনো প্রকার সমস্যা হলেও সাহায্য করতে অক্ষম। আপনাদের এই ব্যাপারে(সাইট ছাড়াও এডসেন্স দিয়ে আয় করা) জানানোই ছিল আমার এই লেখার মূল উদ্দেশ্য। কমেন্ট করলে খুশী হব।

Adsense Publisher দের প্রতি কিছু কথা

কিছু দিন আগে আমি লক্ষ্য করলাম আমার ব্লগে একজন কমেন্ট করল এমন যে সে আমার এড এ ক্লিক করেছে এবং আমি যেন তার এড এ ক্লিক করি। যা এডসেন্স পলিসি এর বিপক্ষে। তখন বুঝলাম তাদের মূল সমস্যা হল তারা এডসেন্স পলিসি ঠিকমত না পড়ার কারনে এ ধরনের চিন্তা তাদের মাথায় আসে। এবং অতি তারাতারি তারা নিষিদ্ধ হয়। তাই এ নিয়ে একটা টিউন করে ফেললাম। কিছু সতর্কতা অবলম্বন করলে এডসেন্স টারমিনেসন এড়ানো যায়। সতর্কতা গুলু নিম্নরুপঃ
১। আমরা অনেকেই PTC সাইট থেকে ইনকাম করি। সেখানে earning কম হয় বলে অনেকেই সেই earninng টা ভিসিটর পেতে ব্যবহার করে। এই সব PTC সাইটের ভিজিটর  আপনার সাইট visit করে শুধুমাত্র তাদের Doller আয় করার জন্য। যা পেজভিউ বৃদ্ধি করে আপনার account ternimation এর কারন হতে পারে।
২। Traffic exchange network এ অংশগ্রহন করবেন না। কারন একটি Traffic exchange network এর সদস্যরা পরষ্পরের সাইট ভিজিট করে যা অনাকাংক্ষিত পেজভিউ বৃদ্ধি করে ফলে account ternimation এর ঝুকি বাড়ে। গুগুল যে কোন পাব্লিসার এর চেয়ে অনেক বেসি চালাক সুতরাং গুগুল তাদেরকে খুব সহজেই ধরে ফেলবে এবং তারা সবাই তাদের একাউন্ট হারাবে। সুতরাং এটা থেকে বিরত থাকুন।
৩। Adsense exchange network এ অংশগ্রহন করবেন না। কারন একটি Adsense exchange network এর সদস্যরা পরষ্পরের এড এ ক্লিক করে ফলে তারা অবশ্যই ব্যান হবে। তাই কখনই অযথা এড এ ক্লিক করা অনুচিত।

adsense থেকে আয় করুন সীমাহীন …



adsense থেকে আয় করুন  সীমাহীন, যত খুশি । নিজেই পরীক্ষা করুন । যত খুশি আয় করতে থাকুন ।  Only for entertainment . লিংক টিতে ক্লিক করুন । ওয়েব পেজ ওপেন হবে । আজ কত আয় করতে চান আমাউণ্ট বসান । গতকাল কত আয় করেছেন তা বসান । মেক মানি তে ক্লিক করুন । ব্যাস দেখুন আপনার ইনকাম statement . এবার প্রিয় জনকে দেখান  কত ইনকাম করলেন । খুশি মনে ইনকাম করতে থাকুন । মনের মাধুরী মিশিয়ে ইনকাম করতে থাকুন ।
সব টাকা  তো  আপনারই ।
http://googleadsensegenerator.com/
http://www.hacktrix.com/google-adsense-money-generator/

Google Adsense এর সহায়ক একটি বই “The Google Adsense Money Making Miracle” ডাউনলোড করুন।

সঠিক পথ নির্দেশক এর অভাবে আমরা অনেক সময় গুগল এডসেন্স এ একাউন্ট খোলার পরেও তেমন একটা আয় করতে পারি না।"The Google Adsense Money Making Miracle" বইটি গুগল এডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্জন এর একটা গাইড স্বরুপ।এর সম্পর্কে বিস্তারিত বলার তেমন কিছু নেই।কারন গুগল এডসেন্স এর সাহায্য টাকা আয় করার উপায় বিস্তারিত বলা আছে বইটিতে।তবে আপনাকে যা করতে হবে তা হল বইটি ডাউনলোড করতে হবে।
adsenses-income-bluepirnt-150x150.jpg
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

Google Adsense এর বিপ্লব শুরু হয়ে গেছে… Yahoo! Adsense এর কী হবে?

Add caption
এ কথা সত্য যে আমরা অনেকেই দীর্ঘদিন যাবত Google Adsense নিয়ে নাড়াচাড়া করে আসছি। আর যারা এখনও শুরু করিনি তারা শিঘ্রই শুরু করার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু Yahoo!-র ও যে Adsense আছে সে বিষয়ে আমরা কতটুকু জানি? বিষয়টা যারা জানেন টিউনটি তাদের পড়ার দরকার নেই। আমি নতুন কিছুই বলবো না। যারা জানেন না তাদের জন্যই এই টিউন।
আমরা যাকে Yahoo! Adsense বলছি এর প্রকৃত নাম Yahoo! Publisher Network. এটি গুগলের মত জনপ্রিয় হতে পারেনি কারন এর কিছু ব্যবহারিক জটিলতা আছে। সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো।
Yahoo! Publisher Network-এ অংশগ্রহণ করতে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।
  • রেজিস্ট্রেশন-এজন্য আপনাকে একটি ইয়াহু বিজনেস আইডি তৈরী করতে হবে এবং আপনার ও আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য Yahoo! কে জানাতে হবে।
  • এ্যকটিভেশন-আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে ইয়াহু'র পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে আপনার এ্যাউন্টটি এ্যকটিভ করার জন্য অনুরোধ করা হবে। এখানে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য এবং পেমেন্ট টাইপ নির্বাচন করতে হবে।
  • এ্যাড সেটআপ এন্ড প্লেসমেন্ট- আপনার একাউন্টটি একটিভ করার পর আপনিন Google Adsense এর মত এ্যাড সেটআপ এবং তা আপনার ওয়েবসাইট বা RSS Feed এ প্লেস করতে পারবেন।
প্রথম ধাপ- রেজিস্ট্রেশন
রেজিস্ট্রশনের জন্য আপনাকে এখানে যেতে হবে। (মনে রাখবেন Yahoo! Business ID কিন্তু সাধারণ Yahoo! ID থেকে আলাদা) আপনার রেজিস্ট্রশন ফরমটি যথাযথভাবে পূরণ করুন।
Registration
আপনাকে যা অবশ্যই পূরণ করতে হবে-
  • আপনার ফার্স নেম ও লাস্ট নেম
  • ই মেইল এ্যড্রেস
  • চিঠি লেখার ঠিকানা (ZIP কোডসহ)
  • ফোন নাম্বার
  • ওয়েবসাইট URL
  • ওয়েবসাইট ক্যাটাগরী
  • সিকিউরিটি কোড
এর সাথে আপনি আপনার কোম্পানীর নাম ও ফ্যাক্স নাম্বার যোগ করতে পারেন তবে তা বাধ্যতামূলক নয়।
এবার আপনি Terms and Conditions পড়ে যদি সম্মত হন তবে “I Agree” তে ক্লিক করুন। আপনাকে ইয়াহু আইডি, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্যের কনফার্মেশন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এই পেজটি প্রিন্ট আউট করে রাখুন।
দ্বিতীয় ধাপ - একটিভেশন
আপনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনকে Yahoo!-র পক্ষ থেকে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে। এখানে প্রদত্ত লিংক এক ক্লিক করলে আপনাকে লগইন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি প্রথম ধাপে যে একাউন্টটি তৈরী করেছেন তাতে লগইন করুন।
login.jpg
লগইন করার পর আপনাকে নিচের পেজের মত একটি পেজে নিয়ে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হবে।
3-tax-info.jpg
চিহ্নিত বাটনটিতে ক্লিক করার পর আপনাকে নিচের মত একটি ফরম দেয়া হবে। ফরমটি নির্দেশনা অনুযায়ী পূরণ করুন।
উল্লেখ্য- আপনি দেখবেন ফরমটির কিছু অংশ আগের থেকেই পূরণ করা আছে সে তথ্য অনুসারে যা আপনি ইয়াহুকে আগে জানিয়েছিলেন।
4_tax-details.jpg
Signature-এর স্থানে আপনার পূর্ণ নাম লিখুন। উল্লেখ্য টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এখানে আপনার নাম লেখা স্ট্যাম্প-এ স্বাক্ষর করার শামিল। তাই স্বাক্ষর করার আগে নিশ্চত হয়ে নিন আপনার প্রদত্ত তথ্যাবলী সঠিক। অন্যথায় আপনি ইয়াহুর কাছ থেকে কোন টাকা পাবেন না।
আপনা ট্যাক্স ইনফরমেশন প্রদান করার পর আপনাকে আপনার পেমেন্ট টাইপ নির্ধারণ করতে হবে।
5_payment-info.jpg
আপনি দুইভাবে আপনার পেমেন্ট নিতে পারেন
  • ডাইরেক্ট ডিপোজিট
  • চেক
আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন এবং
6_payment-method.jpg
আপনি সফলভাবে আপনার সমস্ত তথ্য প্রদান করার পর আপনার একাউন্টটি এ্যকটিভ হয়ে যাবে।
তৃতীয় ধাপ-ক্রিয়েট এন্ড প্লেস এ্যাডস্

Friday, December 23, 2011

im ,ismail((somrat))
e-mail-ismailsomrat12@gmail.com
mobile +8801815505314
wapsite www.ismailtelecom.blogspot.com

Sunday, December 18, 2011

দেশের তৈরি প্রথম ল্যাপটপ – “দোয়েল ল্যাপটপ” (দাম ও কিছু ছবি)

খবরটি জেনেছি একটি ব্লগ থেকে। পরে "দোয়েল ল্যাপটপ" লিখে সার্চ দিলাম গুগল এ কিন্তু এটির কোন নিজস্ব ওয়েবসাইট পেলাম না। পরে ফেসবুক এ এদের ফ্যান পেজ পেলাম কিন্তু এটি অফিসিয়াল ফ্যান পেজ নয়। এই পেজ এ অনেক তথ্য পেলাম দাম ও এদের খারখানা সম্বন্ধে। টেলিফোন শিল্প সংস্থা ও মালয়েশিয়ান একটি কোম্পানির যৌথ উদ্যোগে ল্যাপটপ এখন বাংলাদেশেই তৈরি হবে। আনুষ্ঠানিক ভাবে বাজারে ল্যাপটপটি এসেছি কিনা তা কেও জানে না এবং কথাও উল্লেখ করা নেই তবে খুব শিগগিরই এটি বাজারে আসবে আশা করি।
নিচে ছবি দেওয়া হল ল্যাপটপ এবং এর কারখানার:
ফেসবুক ফ্যান পেজ এর লিঙ্কঃ http://www.facebook.com/DoelLaptopBangladesh
অনেকদিন পর বাংলাই না লেখার কারণে, এই পোস্টটি লিখেতে লেগেছে আধা ঘণ্টা ! কষ্ট করে বাংলা লেখাটাও আনন্দের :D
ভাল থাকবেন সবাই।

কি কি থাকছে বাংলাদেশে তৈরি DOEL NETBOOK/NOTEBOOK (দোয়েল নেটবুক) এ ?

আজ সকালে গেলাম বাংলাদেশ উদ্ভাবনী মেলায় । সেখানে গিয়ে দেখা হলো বাংলাদেশে তৈরি দোয়েল নেটবুকের সাথে। অনেকদিন থেকেই ভাবছিলাম কেমন হবে দেখতে দেশে তৈরি এই নেটবুক? আজ তার দেখা মিললো। আশা করা যাচ্ছে আগামি বছরের মধ্যেই এটি আমাদের হাতে চলে আসবে। দাম হবে ১২০০০ থেকে ১৪০০০ টাকা। এবার আসুন এক ঝলকে দেখে নেই কি কি থাকছে এই নেটবুকে।
  • ১) ১০.১ ইঞ্চি মনিটর
  • ২) ইন্টেল আ্যাটম N455 ১.৬৬ গিগার্হাজ প্রসেসর
  • ৩) ১ গিগাবাইট র্যা ম DDR3
  • ৪) ২৫০ গিগাবাইট মেমোরি
  • ৫) WiFi
  • ৬) 2 USB Port
  • ৭) 1.3 Mega Pixel ওয়েব ক্যামেরা
  • ৮) Three cell Battery দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
  • ৯) Three in one card reader
  • ১০) দাম ১২০০০ টাকা থেকে ১৪০০০ টাকার মধ্যে হবে
  • ১১) ডিফল্ট অপারেটিং সিস্টেম লিনাক্স (তবে এখানে উইনডোস ৭ দেখানো হয়েছে)
চিত্র - ১

চিত্র – ২

চিত্র - ৩

চিত্র - ৪

যদি আসলেই দামটা ১৪০০০ টাকার মধ্যে হয় তাহলে ভাল। কিন্তু এর বেশি হলে মনে হয়না খুব একটা কাজে আসবে কারণ এখন মার্কেটে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে প্রায় ছয় ঘন্টা ব্যাকআপ ও LED Screen সহ নেট বুক পাওয়া যাচ্ছে। যদিও মেলায় এটাকে নোটবুক বলা হয়েছে কিন্তু আমার এটাকে নেটবুক মনে হয়েছে তাই আমি এখানে এটাকে নেটবুক বলেছি। ভুল হলে ক্ষমা প্রার্থী।
আমি You Tube এ এর একটি ভিডিও আপলোড করেছি , ইচ্ছে হলে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।