Pages

Sunday, December 18, 2011

কি কি থাকছে বাংলাদেশে তৈরি DOEL NETBOOK/NOTEBOOK (দোয়েল নেটবুক) এ ?

আজ সকালে গেলাম বাংলাদেশ উদ্ভাবনী মেলায় । সেখানে গিয়ে দেখা হলো বাংলাদেশে তৈরি দোয়েল নেটবুকের সাথে। অনেকদিন থেকেই ভাবছিলাম কেমন হবে দেখতে দেশে তৈরি এই নেটবুক? আজ তার দেখা মিললো। আশা করা যাচ্ছে আগামি বছরের মধ্যেই এটি আমাদের হাতে চলে আসবে। দাম হবে ১২০০০ থেকে ১৪০০০ টাকা। এবার আসুন এক ঝলকে দেখে নেই কি কি থাকছে এই নেটবুকে।
  • ১) ১০.১ ইঞ্চি মনিটর
  • ২) ইন্টেল আ্যাটম N455 ১.৬৬ গিগার্হাজ প্রসেসর
  • ৩) ১ গিগাবাইট র্যা ম DDR3
  • ৪) ২৫০ গিগাবাইট মেমোরি
  • ৫) WiFi
  • ৬) 2 USB Port
  • ৭) 1.3 Mega Pixel ওয়েব ক্যামেরা
  • ৮) Three cell Battery দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
  • ৯) Three in one card reader
  • ১০) দাম ১২০০০ টাকা থেকে ১৪০০০ টাকার মধ্যে হবে
  • ১১) ডিফল্ট অপারেটিং সিস্টেম লিনাক্স (তবে এখানে উইনডোস ৭ দেখানো হয়েছে)
চিত্র - ১

চিত্র – ২

চিত্র - ৩

চিত্র - ৪

যদি আসলেই দামটা ১৪০০০ টাকার মধ্যে হয় তাহলে ভাল। কিন্তু এর বেশি হলে মনে হয়না খুব একটা কাজে আসবে কারণ এখন মার্কেটে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে প্রায় ছয় ঘন্টা ব্যাকআপ ও LED Screen সহ নেট বুক পাওয়া যাচ্ছে। যদিও মেলায় এটাকে নোটবুক বলা হয়েছে কিন্তু আমার এটাকে নেটবুক মনে হয়েছে তাই আমি এখানে এটাকে নেটবুক বলেছি। ভুল হলে ক্ষমা প্রার্থী।
আমি You Tube এ এর একটি ভিডিও আপলোড করেছি , ইচ্ছে হলে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।

0 comments:

Post a Comment